বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংসদদের তুমুল হট্টগোলে ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রাজ্যসভা

News Sundarban.com :
ডিসেম্বর ২৩, ২০১৭
news-image

গুজরাট বিধানসভা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রসঙ্গে মন্তব্যের জেরে শুক্রবারও বিরোধীদের তুমুল হট্টগোলে উত্তাল উঠল সংসদের দুই কক্ষই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার দাবি তুলে কংগ্রেস সাংসদদের তুমুল হট্টগোলে ২৭ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত স্থগিত করা হয় রাজ্যসভা। নতুন মোটর গাড়ি (সংশোধন) বিলের উচ্চকক্ষে আগে, নির্বাচন কমিটিতে তা রাখা হয়, যার ফলে সংসদে নতুন মোটর গাড়ি আইন বিল পাসের বিষয়টিও পরিষ্কার করা হয়।পালটা বিজেপি সাংসদ বিনয় সহস্রবুদ্ধে বলেন, কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে যেসব কথা বলেছেন, তার জন্য তাঁদেরও ক্ষমা চাইতে হবে। তুমুল হইচই শুরু হলে ২৭ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের উচ্চকক্ষ।