বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রেজাল্ট আনতে গিয়ে পালিয়ে বিয়ে ,উদ্ধার নাবালিকা

News Sundarban.com :
ডিসেম্বর ২৩, ২০১৭
news-image

সুভাষ চন্দ্র দাশ

স্কুলে পরীক্ষার রেজাল্ট অানতে গিয়ে পালিয়ে বিয়ে করলো এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা থানার দীগম্বরপুর পঞ্চায়েতের গুরুদাসপুর গ্রামে।স্থানীয় সুত্রে জানাগেছে অচিন্ত্যপুর পঞ্চায়েতের বিষ্ঞুপুর গ্রামের হরিপদ মন্ডলের  নাবালিকা কন্যা কামদেবপুর স্নেহবালা মিলন বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। এদিন ছাত্রীটি বাড়ী থেকে বেরিয়ে যায় স্কুলের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট আনার জন্য। রেজাল্ট নিয়ে স্থানীয় লক্ষীজনার্দনপুর পঞ্চায়েতের কুমারপুর গ্রামের পঞ্চানন মাইতির ছেলে শিবশংকর মাইতির সাথে পালিয়ে যায়।
শিবশংকর মাইতি অপেক্ষা না করে রাতেই এক বন্ধুর বাড়ীতে বিয়ের কাজ সেরে ফেলে এবং পরের দিন দিল্লীতে দুজন পালিয়ে যাওয়ার ছক কষে। সেইমতো প্রস্তুত হলে শনিবার সকালে দিগম্বরপুর অঙ্গীকার নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন বেশকিছু মহিলা গিয়ে তাদের কে ঊদ্ধার করে ঢোলা হাট থানার পুলিশের হাতে তুলে দেন।