ওয়্যার ইন্ড্রাস্ট্রিসের দফতরে সিবিআই হানা

বেসরকারি অর্থ লগ্নিকারি সংস্থা কলকাতা ওয়্যার ইন্ড্রাস্ট্রিসের দফতরে হানা দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-র তদন্তকারীরা ডায়মন্ড হারবারে আসেন। সেখানে স্থানীয় ডায়মন্ড হারবার থানার সহযোগিতায় বেসরকারি অর্থ লগ্নিকারি সংস্থা কলকাতা ওয়্যার ইন্ড্রাস্ট্রিসের দফতরে ঢুকে সেখানে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। এরপর ওই বেসরকারি অর্থ লগ্নিকারি সংস্থার পাশাপাশি দু’টি বাড়িতে তালা ঝুলিয়ে সিল করে দিয়ে বেরিয়ে যান আধিকারিকরা।