গীতাঞ্জলি আবাসন প্রকল্পে সুযোগ বাড়াল রাজ্য সরকার

গীতাঞ্জলি আবাসন প্রকল্পে সুযোগ বাড়াল রাজ্য সরকার। নয়া নির্দেশিকায় এই প্রকল্পে বাড়ি সম্প্রসারণের সুযোগ পাওয়া যাবে। আগে প্রকল্পে ১টি ঘর করা যেত। এখন তার বেশি ঘরও করা যাবে, তার জন্য ৫০% টাকা দেবে রাজ্য সরকার।
গরিব মানুষের জন্য বাড়ি তৈরির প্রকল্প চালু হয় বাম আমলেই। আধিকারিকদের বক্তব্য, আদতে এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। অর্থ বরাদ্দের দিক থেকে এই প্রকল্পের অংশীদার রাজ্য। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকল্পটির নাম দেন ‘গীতাঞ্জলি’। প্রশাসনিক সূত্রের খবর, এই ‘গীতাঞ্জলি’ প্রকল্পের আগে নাম ছিল ‘আমার বাড়ি’।