দেশে ফিরেই প্রধানমন্ত্রীকে বিবাহ ভোজের নিমন্ত্রণ জানালেন বিরুশকা

বিয়ের পর দেশে ফিরেই নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন নবদম্পতি বিরাট কোহলি ও অনুশকা শর্মা।
বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তারা বৃহস্পতিবার রাজধানীতে বিয়ের ভোজ দিয়েছেন তারা। সেই উপলক্ষে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করলেন বিরুশকা। নব-দম্পত্তিকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীকে উপহারও দিয়েছেন বিরাট ও অনুশকা। ইতালিতে বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন তারা। দেশে ফিরেই প্রধানমন্ত্রীকে বিবাহ ভোজের নিমন্ত্রণ জানালেন। আত্মীয়দের জন্য বৃহস্পতিবার তাজ প্যালেসে বিয়ের ভোজ রেখেছেন বিরুশকা। ২৬ ডিসেম্বর মুম্বাইতেও রিসেপশন রয়েছে। সেখানে আমন্ত্রণ করা হয়েছে ক্রিকেটার ও সেলিব্রিটিদের। সূত্র: জিনিউজ