শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৩

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। এতে প্রায় আহত হয়েছেন প্রায় একশ’ জন । তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল আমট্র্যাক নামে একটি প্রতিষ্ঠান। ট্রেনটির লাইনচ্যুত বগিগুলো সংযুক্ত করার কাজ চলছে।

ট্রেনে ৭৭ জন আরোহী ছিলেন এবং ট্রেনের প্রকৌশলী মাথায় আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন আমট্র্যাকের মুখপাত্র।

ট্রেনটি সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে বগি লাইনচ্যুতের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।

ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটনের গভর্নরের কার্যালয় থেকে পিয়ারস ও থার্সটন কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।