মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিশ বছর ধরে মানস ভুঁইয়া সবংয়ে ছিলেন কিন্তু কাজ করেছেন কম: জয় বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

কাল বাদে পরশু, মানে বৃহস্পতিবার সবংয়ে উপনির্বাচন। হতে পারে নির্বাচনের গুরুত্ব কম তবু এই নির্বাচনকেও বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য বিজেপি। কারণ তাঁদের লক্ষ্য কংগ্রেসের তিন দশকের শক্ত ঘাঁটি কেড়ে নেওয়া। গুজরাতের ভোট যেমন হয়ে উঠেছিল গোটা দেশের নজরের কেন্দ্রবিন্দু, তেমনই সবংয়ে উপনির্বাচন হয়ে উঠেছে রাজ্যের বহু আলোচিত বিষয়।

এই মুহূর্তে সবংয়ে তিন দশক রাজ করা মানস ভুঁইয়াও তৃণমূলে। কংগ্রেসের তাই শক্তি কম। তাই এই যুদ্ধ জিততে মরিয়া বিজেপি। সেই উদ্দেশ্যেই নেমে পড়েছেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “ত্রিশ বছর ধরে মানস ভুঁইয়া সবংয়ে ছিলেন। কিন্তু কাজ করেছেন কম। মানুষের চাহিদা প্রচুর। মানুষের তিন দশকের না পাওয়ার ক্ষেদকে তাঁর দল শুধুমাত্র তিন বছরেই মেটাতে পারে কারণ নরেন্দ্র মোদীর সুরে এখন একটাই কথা বাজে ‘সব কা সাথ, সব কা বিকাশ।’ সেটাই বিজেপি এখানে করে দেখাবে। কিন্তু তার জন্য বিজেপিকে সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে সেটা হবে না।” এই সঙ্গে তিনি এও জানিয়েছেন, সুযোগ দিয়ে যদি মানুষের আশা পূরণে ব্যর্থ হয় তার দলকে যেন মানুষ ঘাড় ধরে বের করে দেয়। কিন্তু সে সবের আগে তাঁর আর্জি একটা সুযোগ দেওয়ার।