শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার রাজ্যপাল

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

কিছুদিন পরই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। হাতে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। এমতাবস্থায় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিতে এলেন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার রাজ্যপাল। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ গঙ্গাসাগরে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এবং ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। দুই রাজ্যের রাজ্যপালের এক সঙ্গে গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা অাঁটোসাঁটো করা হয়। কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পর তাঁরা ফিরে যান। গঙ্গাসাগর সফরে এসে পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার রাজ্যপাল বলেছেন, গঙ্গাসাগরে দারুণ কাজ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও মন্তব্য করতে চাননি তাঁরা। এদিন হলদিয়া বন্দর পরিদর্শনেও যান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ও ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।