সেক্টর থেকে উদ্ধার তিন জওয়ানের দেহ, নিখোঁজ দু’জন

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টর এবং কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর তুষারধসের কবলে পড়েন সেনাবাহিনীর পাঁচ জন জওয়ান। সেই থেকে নিখোঁজ ছিলেন পাঁচ জন জওয়ান। অবশেষে তিন জন জওয়ানের দেহ উদ্ধার হল। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টর থেকে উদ্ধার হয়েছে দু’টি দেহ এবং কুপওয়ারা জেলার নওগাম সেক্টর থেকে উদ্ধার হয়েছে একটি দেহ।এখনও নিখোঁজ দু’জন জওযান। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া আরও জানিয়েছেন, এখনও নিখোঁজ দু’জন জওয়ানের দেহ খুঁজে পেতে তল্লাশি চলছে।