বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী কিশোর

উত্তর দিনাজপুরের ইটাহার থানার চালুনিয়া গ্রামে বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। মৃতের নাম ভুবন সরকার। বয়স ১৭। ঘরেই দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
ক্লাস টেনে পড়ত ভুবন। সামনে মাধ্যমিক পরীক্ষা। পড়াশোনা না করে সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় ছেলে। তাই ছেলেকে বকেন কার্তিকবাবু। মন দিয়ে পড়াশোনা করতে বলেন। তারপর সবই স্বাভাবিক ছিল। খাওয়ার পর সবাই নিজের মতো শুয়ে পড়ে। মঙ্গলবার সকালে মা ঘর ঝাঁট দিতে গিয়ে প্রথম এই দৃশ্য দেখতে পান। সামান্য বকার জন্য এমন কেন করল ভুবন, বিস্মিত পরিবার।