মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে রাতভর তীব্র গুলির লড়াই,খতম দুই জঙ্গি

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে রাতভর তীব্র গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি। তবে দুঃসংবাদ হল, গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সি এক মহিলার। ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ওয়ানিপোরা এলাকায় বাতমুরান গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন আতঙ্কবাদী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওয়ানিপোরা এলাকার বাতমুরান গ্রামে তল্লাশি অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা। কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয়েছে দুই জঙ্গি। নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল।