বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিধানসভা নির্বাচনে গুজরাট-হিমাচলে বিজেপির জয়

News Sundarban.com :
ডিসেম্বর ১৯, ২০১৭
news-image

গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

গুজরাটে মোট ১৮২ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯৯ টি আসন।  বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান এই রাজ্যে সরকার গড়তে বিজেপির প্রয়োজন ছিলো ৯২টি আসন।

এর মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মত বিজেপি সরকার গড়তে যাচ্ছে রাজ্যটিতে।

গত ১৯ বছর ধরেই গুজরাটে ক্ষমতাসীন বিজেপি। সর্বশেষ ২০১২ সালের নির্বাচনে ১১৫টি আসন নিয়ে গুজরাটে ক্ষমতাসীন হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অপরদিকে গত নির্বাচনের থেকে কিছুটা উন্নতি করেছে কংগ্রেস। গত নির্বাচনে কংগ্রেস পেয়েছিলো ৬১ আসন। তবে ৮০টি আসন পেল তারা।

গুজরাটের পাশাপাশি হিমালয় পাদদেশে অবস্থিত  উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেও জয় পেয়েছে রাজ্যের বিরোধী দলের আসনে থাকা বিজেপি।

রাজ্যের বিধানসভার ৬৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৪টি আসন। সরকার গড়তে এই রাজ্যে প্রয়োজন ৩৫টি আসন। গত নির্বাচনে হিমাচলে সরকার গঠন করেছিলো কংগ্রেস। এবার কংগ্রেস পেয়েছে ২১ টি আসন।

গত ৯ নভেম্বর হিমাচল প্রদেশে এবং ৯ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় গুজরাটের বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ।

এদিকে দুই রাজ্যেই বিজেপির বিজয়ের খবর ছড়িয়ে পড়ায় এখন ভারতজুড়েই উৎসবের আমেজ বিজেপি শিবিরে। দিল্লির কেন্দ্রীয় কার্যালয় এবং গুজরাটের গান্ধীনগরের দলীয় কার্যালয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।