শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে বনদপ্তরের জালে ৩ পাচারকারী

News Sundarban.com :
ডিসেম্বর ১৯, ২০১৭
news-image

চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে বনদপ্তরের টাস্কফোর্স এর জালে ৩ পাচারকারী। উদ্ধার হয়েছে চিতাবাঘের চামড়া। নেপাল হয়ে চীনে পাচার করা হচ্ছিল এই চামড়া। পাচারের ঘটনায় এদিনই প্রথম নেপালের ২ নাগরিক ধরা পড়ল।

উদ্ধার হওয়া চামড়া দেখে বিশেষজ্ঞদের অনুমান, চিতাবাঘটিকে মাস তিনেক আগে গুলি করে শিকার করা হয়েছে। জানা যাচ্ছে, এই চামড়া ৫ লক্ষ টাকায় বিক্রি করার কথা ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভক্তিনগর থানা এলাকায় পচারকারীদের বমাল গ্রেফতার করে পুলিস। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

ধৃতদের জেরা করে আন্তর্জাতিক প্রানী দেহাংশ পাচারকারী পবন খাটকি ও সোনম ভূটিয়ার নাম উঠে এসেছে। এই পাচারের সাথে তারা জড়িত রয়েছে বলে দাবি করেছেন টাস্ক ফোর্স-এর প্রধান সঞ্জয় দত্ত। আন্তর্জাতিক র‍্যাকেটের মাধ্যমে নেপালের ইটাহারি হয়ে চীনে চামড়া পাচারের ছক কষা হয়েছিল বলে জানান সঞ্জয়বাবু।-২৪ ঘণ্টা