বুনো হাতির উপদ্রব, নষ্ট খেতের ফসল,ভাঙচুর বসতঘর

অসমে অব্যাহত রয়েছে হাতি-মানুষের সংঘাত। গত প্রায় মাসাধিককাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই খবর আসছে হাতির হামলায় মানুষের মৃত্যু হয়েছে। নষ্ট করে দিচ্ছে বিঘার পর বিঘা খেতের ফসল, ভাঙচুর করছে মানুষের বসতঘর ইত্যাদি।
অনুরূপ এক খবর এসেছে উজান অসমের শিবসাগর থেকে। জানা গেছে, জেলার প্রত্যন্ত পানবেসা এলাকায় রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বুনো হাতির কয়েকটি দল বিক্ষিপ্তভাবে বেজায় তাণ্ডবের সৃষ্টি করেছে। শতাধিক হাতি কয়েকটি দলে বিভক্ত হয়ে গ্রামের ধান খেতের ব্যাপক ক্ষতি করেছে। বিঘার পর বিঘায় চাষ করা ধান খেয়ে সাবাড় করা ছাড়াও খেতকে একেবারে মাড়াই করে দিয়েছে হাতির দল।
শনি ও রবিবারও তেমনই খবর পাওয়া গিয়েছিল উজান অসমের যোরহাট জেলার অন্তর্গত টিয়কের রাজৈ এলাকায় বুনো হাতির হামলায় মারা গেছেন স্থানীয় বাসিন্দা হিতেশ্বর বরা নামের এক ব্যক্তি।