নিম্নচাপ সরতেই এবার জাঁকিয়ে শীত পড়ছে দক্ষিণবঙ্গে

নিম্নচাপ সরতেই এবার জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ডিসেম্বর মাসের শুরুতে শীতের দেখা মিলেছিল। তারপর বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং পশ্চিমি ঝঞ্ঝা উত্তরের হাওয়ার পথ রুদ্ধ করেছিল এতদিন। তবে শনিবার থেকে ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে দ্রুত নামছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫। এছাড়া বাতাসে রয়েছে হাল্কা জলীয়বাষ্প। যার ফলে এখনও কোথাও কোথাও বেশ কুয়াশা দেখা যাচ্ছে।