মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ ভারতের সহযোদ্ধারা

News Sundarban.com :
ডিসেম্বর ১৮, ২০১৭
news-image

এম এ আহাদ শাহীন:

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন ভারতের অনেক সেনা সদস্য। জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বাংলাদেশকে স্বাধীন করতে। তাই রণক্ষেত্রের সেই অভিজ্ঞতা, চ্যালেঞ্জ কিংবা বন্ধুত্ব আজও রোমাঞ্চিত করে তাদের। দুই দেশের যোদ্ধাদের কাছেই সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতি আজও বিস্ময় আর আবেগের রোমন্থন।

স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে প্রশিক্ষণ, অস্ত্র আর শরণার্থীদের আশ্রয় দিয়ে চিরঋণী করেছে ভারত। যুদ্ধ দিনের সেই স্মৃতি, ভয়াবহতার খোলস ছেড়ে আজ আবেগ আর গৌরবের রোমন্থন, দু দেশের যোদ্ধাদের জন্য।

গত বেশ কয়েক বছর ধরে বিজয় দিবসের আগের রাতে ঢাকাতে মিলিত হন সে দিনের তরুণ টগবগে স্বপ্নবাজ যোদ্ধারা। স্মরণ করেন মৃত্যুকে কতটা কাছ থেকে দেখে শেষ হাসি হেসেছেন বিজয়ে।

সাবেক সেনা প্রধান হারুন-অর-রশীদ বলেন, দীর্ঘ বছর সংগ্রামের পর চূড়ান্ত স্বাধীনতা পেয়েছে জাতি। ভারতীয় সহযোদ্ধারা বলছেন, স্বাধীনতার এতো বছর পরও ভারতের সহযোদ্ধাদের যেভাবে ভালোবাসা দিচ্ছে বাংলাদেশ তাতে কৃতজ্ঞ আমরা। মুক্তিযুদ্ধের দিনগুলো কতটা ভয়াবহ ছিলো সে অভিজ্ঞতাও বার বার ফিরে আসে স্মৃতিতে।

ভারত সাবেক ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লে. জেনারেল (অব.) জয় ভগবান সিং যাদব বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ চূড়ান্ত স্বাধীনতা লাভ করেছে।

বিশ্ব দরবারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে চলায় খুশি অকৃত্রিম সেই বন্ধুরা। মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেয়ার প্রেরণা নেবে মুক্তিযুদ্ধ থেকেই।

আরও দেখুন