শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানে গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৯

News Sundarban.com :
ডিসেম্বর ১৮, ২০১৭
news-image

পাকিস্তানের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার দুপুরে দেশটির কোয়েটায় শহরের জারগন রোডের বেথেলহেম মেমোরিয়াল চার্চে এ হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তানের পুলিশ মহাপরিদর্শক মোয়াজ্জেম আনসারি জানান, প্রার্থনা চলার সময়ে বেথেলহেম মেমোরিয়াল চার্চে দুই আত্মঘাতী হামলাকারী আক্রমণ করে। সেসময় ওই চার্চে চারশ মানুষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। এতে অন্তত নয় জন নিহত হয়।

চার্চের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সময়মতো ব্যবস্থা নিতে পারায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে দাবি করেন আনসারি।

এক টুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ‘পরম করুণাময়ের ইচ্ছায় কোয়েটায় চার্চের প্রবেশ মুখে দুই আত্মঘাতী হামলাকারীকে থামানো সম্ভব হয়েছে। মাত্র ১৬ মিনিটের অপারেশনে তাদের শেষ করে দেওয়া হয়েছে।’

এক হামলাকারী আহত হয়ে চার্চের মূল প্রবেশ পথে নিজের সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটায়। আরেকজন চার্চের কাছেই পুলিশের গুলিতে নিহত হন।

এর আগেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বেথেলহেম মেমোরিয়াল চার্চ। কয়েক বছর আগে সর্বশেষ হামলার পর নিরাপত্তা জোরদার করা হয় চার্চটিতে। সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আজকের হামলা।- ডন