শিয়ালদহে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন চলাচলে বিঘ্ন

রবিবার সাতসকালে শিয়ালদহে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। এই ঘটনার জেরে শিয়ালদহ উওর শাখার মেন ও বনগাঁ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এখন প্রায় একঘন্টা দেরিতে চলে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে খবর, এদিন সকাল ৬টা থেকে শিয়ালদা উত্তর শাখার ওভারহেড তারের সমস্যা দেখা দেয়। ফলে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। সেই সময় যেসব ট্রেন শিয়ালদা থেকে ছাড়ার কথা ছিল তা স্টেশন থেকে ছাড়া হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক করতে তৎপর হয় রেল। তার মেরামতির কাজ শুরু হয়। মেরামতি হওয়ার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।