বাড়ি ভাঙা ও গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে

সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি ভাঙার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি ওই গৃহবধূর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ওই মহিলার ছেলেকেও ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ঘটনাটি বসিরহাট থানা এলাকার আখারপুর কাহার পাড়া। সরকারি প্রকল্পে একটি বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছেন ওই মহিলা। তাঁর সঙ্গেই আবেদন করেছিলেন অনেকেই। কিন্তু, পাননি। আর এতেই দেখা দেয় সমস্যা।
মহিলার অভিযোগ, শনিবার রাতে সমীর কাহার, উজ্জ্বল কাহার এবং সাধন কাহার নামে প্রতিবেশী তিন যুবক ওই মহিলার নতুন বাড়ির উপর হামলা চালায়। সেই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।