শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অঙ্গ প্রতিস্থাপনের বিশেষ বিভাগ চালু হচ্ছে পি জি হাসপাতাল বা এস এস কে এম হাসপাতালে

News Sundarban.com :
ডিসেম্বর ১৬, ২০১৭
news-image

আগামী ফেব্রুয়ারী মাস থেকে পি জি হাসপাতাল বা এস এস কে এম হাসপাতালে চালু হচ্ছে অঙ্গ প্রতিস্থাপনের বিশেষ বিভাগ । ইতিমধেই অঙ্গ প্রতিস্থাপন ক্ষেত্রে ভারত ও স্পেনের মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাই, দাতা ও গ্রহীতার নাম নথিভুক্ত করার জন্য হাসপাতালের তরফে চালু হতে চলেছে নতুন একটি ওয়েবসাইট । সম্প্রতি পি জি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে ন্যাশনাল অরগ্যান অ্যান্ড টিসু ট্রান্সপ্ল্যান্ট অরগানাইজ়েশন এই ছাড়পত্র দিয়েছে ।

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্পেনের স্বাস্থ্যমন্ত্রকের সামাজিক সমতা ও পরিষেবা দফতরের জাতীয় প্রতিস্থাপন সংস্থা এবং ভারতেরস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা দফতরের মধ্যে এই চুক্তিস্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দেওয়া হয় । এর আওতায় অঙ্গ প্রতিস্থাপন সম্পর্কিতপরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারত ও স্পেন পরস্পরের মধ্যে এক বিশেষ সহযোগিতারসম্পর্কে আবদ্ধ থাকবে । অঙ্গ ও টিস্যু সংগ্রহ এবং তা প্রতিস্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার ঘটবে মউটি স্বাক্ষরিত হলে । দু-দেশের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিতএই বিষয়টিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ফলে যে সমস্ত রোগী অঙ্গের বৈকল্যজনিত কারণে কষ্ট পাচ্ছেন তাঁদের চিকিৎসা ও অস্ত্রপচারের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।