পারিশ্রমিকের অঙ্কেও নাকি চমকে দিচ্ছেন প্রিয়াঙ্কা ?

হলিউডে অভিনয়ের ক্ষেত্রে ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ বার পারিশ্রমিকের অঙ্কেও নাকি চমকে দিচ্ছেন তিনি।
মিড ডে-র খবর অনুযায়ী, মুম্বাইতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচ মিনিট পারফর্ম করার জন্য প্রিয়াঙ্কা নাকি চার থেকে পাঁচ কোটি রুপি চেয়েছেন। অর্থের অঙ্ক এতটাই বেশি যে উদ্যোক্তারা প্রিয়ঙ্কার টিমের সঙ্গে দ্বিতীয়বার আলোচনা করতেও সাহস পাচ্ছেন না।
২০১৬-এ প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ডের মঞ্চে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন প্রিয়াঙ্কা। তার অনুষ্ঠানের আলাদা আকর্ষণ রয়েছে। সে কারণেই এ বার অন্য একটি অ্যাওয়ার্ড শো-এর উদ্যোক্তারা প্রিয়াঙ্কা চেয়েছিলেন। তবে তা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার।