বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি ফের শুরু হতে চলেছে

News Sundarban.com :
ডিসেম্বর ১৫, ২০১৭
news-image

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটির শুনানি ফের শুরু হতে চলেছে। বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর বি শরাফের ডিভিশন বেঞ্চে ডিসেম্বর মাসের শুনানির তালিকায় মামলাটি এসেছে।

মামলাটির শেষ শুনানি হয়েছিল গত ১৩ সেপ্টেম্বর। তৎকালীন প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে পাঁচবার মামলাটির শুনানি হয়েছে। রাজ্য সরকার ও আবেদনকারীদের পক্ষ থেকে এফিডেভিট জমা পড়েছে আদালতে। নিশীথা মাত্রে অবসর নেওয়ার পর মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত হয়। ডিএ নিয়ে আইনি লড়াই গত প্রায় এক বছর ধরে চলছে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গত বছরের নভেম্বর মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) মামলাটি দায়ের করেন। স্যাট গত ফেব্রুয়ারি মাসে রায় দেয়, ডিএ দেওয়া সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে মার্চ মাসে হাইকোর্টে আপিল করা হয়।

গত আগস্টের প্রথম সপ্তাহে সরকারি কর্মীদের সম্মেলনে ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানান, বাকি মহার্ঘ ভাতা মেটানো হবে ২০১৯ সালে। এর পর ১৩ আগস্ট আদালতে মামলাকারীদের আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এখনো ৪৮ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।