চোলাই মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হলেন আবগারি দফতরের ২১ জন কর্মী
News Sundarban.com :
ডিসেম্বর ১৫, ২০১৭

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বামুহা গ্রামে চোলাই মদের ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হলেন আবগারি দফতরের ২১ জন কর্মী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন দুই মহিলা সহ চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ।তাঁদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাঁদেরই মারধর করে চোলাই বিক্রেতারা। ভাঙচুর করা হয় একটি গাড়িও। এই বিষয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে আবগারি দফতর।