শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন মুকুল

News Sundarban.com :
ডিসেম্বর ১৪, ২০১৭
news-image

বুধবার দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন মুকুল রায় । পশ্চিমবঙ্গ সরকার তাঁর ফোনে আড়ি পাতছে বলে মামলা করেছিলেন মুকুল রায় । সেই মামলার শুনানি হল বুধবার । দিল্লি হাইকোর্ট ওই অভিযোগ এক প্রকার খারিজ করে দিল। বুধবার বিচারপতি বিভু বাখরু মামলাটির নিষ্পত্তি করে দেন । গত ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছাড়েন মুকুল রায় । পাশাপাশি দলবিরোধী কাজের জন্য তাঁকে তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয় । ১১ অক্টোবর রাজ্যসভা থেকে পদত্যাগ করেন তিনি । ৩ নভেম্বর তিনি বি জে পি তে-তে যোগ দেন । নতুন দলে যোগ দেওয়ার পর তাঁর ফোনে আড়িপাতা হচ্ছে বলে দিল্লি হাইকোর্টে অভিযোগ জানান মুকুল রায় । পশ্চিমবঙ্গ সরকার তাঁর ফোন ট্যাপ করছে বলে তিনি অভিযোগ করেন । তাঁর অভিযোগ, বেশ কয়েকমাস মাস ধরে তাঁর ফোনে আড়িপাতা হচ্ছে । তিনি আদালতে আবেদন জানিয়ে বলেন, তাঁর যে দু’টি নম্বর রয়েছে তাতে নজরদারির কোনও নির্দেশ সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলিকে দেওয়া হয়েছিল কি না, তা জানাক ওই সংস্থা দু’টি ।