গুরুদাসপুরে রাবি নদী থেকে পাকিস্তানি নৌকা বাজেয়াপ্ত করল সীমান্ত রক্ষী বাহিনী

পঞ্জাবের গুরুদাসপুর জেলায় রাবি নদী থেকে পাকিস্তানি নৌকা বাজেয়াপ্ত করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।ঊর্ধ্বতন এক বিএসএফ কর্তা জানিয়েছেন, গুরুদাসপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডেরা বাবা নানক সেক্টরের ধরমকোট পাট্টান এলাকায় রাবি নদী থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পাকিস্তানি নৌকা। আকাশি ও সবুজ রঙের ওই পাকিস্তানি নৌকাটিতে লেখা রয়েছে, ‘মঞ্জ আগ্রো ফার্মের সম্পত্তি, কাসার, নারওয়াল, পাকিস্তান, ম্যানেজার মহম্মদ সাজিদ আইডি ০৩৪৩১২৩৭৫৪৫,০৪২৩৬৬৬৬১৯৫’। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফ সূত্রের খবর, বুধবার সকালে গুরুদাসপুর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডেরা বাবা নানক সেক্টরের ধরমকোট পাট্টান এলাকায় রাবি নদীর তিরের কাছে যান তারসেম মাসিহ।