ইন্দো-বাংলা সম্পর্কের সোনালী অধ্যায় চলছে: ভারতীয় হাইকমিশনার
News Sundarban.com :
ডিসেম্বর ১৪, ২০১৭

এম এ আহাদ শাহীন:
ইন্দো-বাংলা সম্পর্কের সোনালী অধ্যায় চলছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে ভারতের অর্থায়নে প্রস্তাবিত বিবেকানন্দ ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে। বাংলাদেশের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে ভারত। ভারতের অর্থায়নে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১১০০ কোটি টাকার ৬৫টি প্রকল্প বাস্তবায়িত হবে।
শ্রিংলা বলেন, বাংলাদেশের উন্নয়ন খাতে ভারত ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যা অন্য যে কোনো দেশের চাইতে অনেক বেশি। এটি বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের ভিত আরও দৃঢ় করবে বলে জানান তিনি।
রামকৃষ্ণ মিশন কার্যনির্বাহী কমিটির সভাপতি বিচারপতি শ্রী গৌর গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।