বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলার খাঁড়া মালিয়ার মাথার উপরে

News Sundarban.com :
ডিসেম্বর ১৩, ২০১৭
news-image

ভারতীয় বিচারব্যবস্থা, ভারতীয় বিচারকদের একাংশ পক্ষপাতদুষ্ট। তাই সেখানে বিজয় মালিয়ার বিচার নিরপেক্ষ হতে পারে না। মদ ব্যবসায়ী বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলায় ব্রিটেনের আদালতে এভাবেই সওয়াল করলেন তাঁর আইনজীবী।

৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলার খাঁড়া ঝুলছে বিজয় মালিয়ার মাথার উপরে। এই ঋণ খেলাপী ব্যবসায়ীকে দেশে ফেরানোর জন্য নির্দেশে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। এরকম এক অবস্থায় সোমবার মালিয়ার আইনজীবী মার্টিন লাও ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কোনও কোনও ক্ষেত্রে এখানে ত্রুটি রয়েছে। কখনও কখনও ভারতের সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দেয়। বিশেষ করে বিচারকরা ‌যখন অবসর নেওয়ার মুখে দাঁড়িয়ে থাকেন তখন তাঁরা সরকারি পদ পাওয়ার জন্য এসব করে থাকেন। অর্থাৎ, সরকার বিচার ব্যবস্থার উপরে প্রভাব খাটায়।”

এখানেই থেমে থাকেননি মালিয়ার আইনজীবী। তিনি আরও বলেন, ভারতে বিচার ব্যবস্থার উপরে টিভির প্রভাব খুব বেশি। টিভিতে হওয়া আলোচনা ও কয়েকজন টিভি উপস্থাপকের অনুষ্ঠান বিচারকদের উপরে চাপ তৈরি করে। -২৪ ঘণ্টা