শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদিতে শিগগিরই দেয়া শুরু করবে সিনেমার লাইসেন্স

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০১৭
news-image

বাণিজ্যিক সিনেমার ওপর ৩৫ বছর আগে জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি সরকার। সোমবার দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় বলেছে, তারা শিগগিরই সিনেমার লাইসেন্স দেয়া শুরু করবে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মার্চে সৌদি আরবে আবার সিনেমা প্রদর্শন শুরু হবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এমন ঘোষণা এলো বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

তবে সম্প্রতি দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখ সিনেমা প্রদর্শনের বিষয়ে সতর্ক করেন। তার মতে, সিনেমা প্রদর্শনের অনুমোদন দেয়া হলে তা নৈতিকতাকে দূষিত করবে। বিবিসি ও দ্য নিউইয়ক টাইমস বলছে, ১৯৭০ এর দশকে সৌদি আরবে সিনেমা দেখা যেতো।কিন্তু পরে দেশটির ধর্মীয় নেতাদের চাপে সেখানে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করা হয়।