তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার বোদরা গ্রামপঞ্চায়েত এলাকায়। ঘটনায় দুপক্ষের অন্তত দশজন গুরুতর জখম হয়েছেন। জখমদের স্থানীয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে পাঁচজনকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বেশ কিছুদিন ধরেই ভাঙড়ের এই বোদরা এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল লেগে রয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সওকাত গাজির সঙ্গে গণ্ডগোল লেগে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা সাদেক মল্লিকের। অভিযোগ বোদরা গ্রামপঞ্চায়েতে একের পর এক দুর্নীতি চলছে এই সাদেক মল্লিকের হাত ধরে।