বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালেই গুজরাটে প্রথম দফার ভোট

News Sundarban.com :
ডিসেম্বর ৮, ২০১৭
news-image

রাত পোহালেই গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট৷ শনিবার সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ৮৯টি আসনে ভোটদান প্রক্রিয়া চলবে৷ প্রথম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে ৯৭৭ জন প্রার্থীর৷ শনিবার প্রথম দফার ভোটে ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.১২ কোটি ভোটার| প্রথম দফার ভোটে হেভিওয়েট প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, প্রতিদ্বন্দীতা করছেন রাজকোট (পশ্চিম) আসন থেকে, মান্ডভি আসনে হেভিওয়েট প্রার্থী হলেন কংগ্রেসের এস গোহিল এবং আমরেলি আসনের হেভিওয়েট প্রার্থী হলেন পরেশ ধানানি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় হাইভোল্টেজ নির্বাচনী প্রচার শেষ হয়েছে৷ গুজরাট বিধনসভা নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাট জুড়ে৷
রাজনৈতিক মহলের মতে, গুজরাট বিধানসভা নির্বাচন এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সম্মান রক্ষার লড়াই৷ অন্যদিকে, গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী হতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস৷ প্রথম দফার নির্বাচনের প্রাক্কালে গুজরাটে ১৫টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷