শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
ডিসেম্বর ৮, ২০১৭
news-image

শীতপ্রেমীরা আশার আলো দেখেছিলেন ঠিকই, কিন্তু এ ভাবে যে তাঁদের ধোঁকা দেবে শীত, তা বোধহয় আগে আন্দাজ করা যায়নি । শেষ পর্যন্ত মুখ ঘোরাল শীত । ঠাণ্ডা বেশ বাড়ছিল ৷ হঠাৎই ছন্দপতন ৷ আকাশ মেঘলা থাকায় কলকাতায় রাতের তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা বেড়ে গিয়েছে ৷ এর ফলে আর তেমন শীত অনুভূত হচ্ছে না ৷ ভিলেন হিসাবে মাঠে নামল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ । এর জেরেই এখন রাজ্যজুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ । হঠাৎ উদয় হওয়া এই নিম্নচাপের ফলে জলীয়বাষ্প মিশছে উত্তুরে হাওয়ার সঙ্গে । ফলে শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন । বেড়েছে তাপমাত্রাও । হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি বেশি ।
নিম্নচাপের জেরে আজ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । শনি ও রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা । আগামী ৭২ ঘণ্টা রাজ্যের বেশিরভাগ এলাকাতে কুয়াশা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা ।