রাজস্থানে জীবন্ত পুড়িয়ে মারা হল বাঙালি যুবককে

নক্ক্যারজনক ঘটনা ঘটল রাজস্থানের রাজাসামান্দ জেলায়। ‘লাভ জিহাদ’-এর অজুহাতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক যুবককে নৃশংসভাবে কুড়ুল দিয়ে কুপিয়ে জীবন্ত অগ্নিদ্বগ্ধ করা হল রাজাসামান্দ জেলায়। নারকীয় এই দৃশ্য অভিযুক্ত নিজেই রেকর্ডিং করে। আপাতত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হল, শম্ভুলাল রেগার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ বাকরুদ্ধকর এই ঘটনা গোচরে আসার পরেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট)-কে তদন্তের জন্য নিয়োগ করা হয়েছে।