বেআইনিভাবে ভারতে বিমানযাত্রা করতে গিয়ে ধৃত তিন বাংলাদেশি

জাল পাসপোর্ট নিয়ে বেআইনিভাবে ভারতে বিমানযাত্রা করতে গিয়ে দমদম বিমানবন্দর থেকে ধরা পড়ল তিন বাংলাদেশি। তাদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম সীমা অরুণ নায়ক, অনুপ কুমার হরি ও দেব রিন্টু পাল।এদের এদিন ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট ও নাগরিকত্ব আইনে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা হলেও বিভিন্ন দালাল মাধ্যমে ভারতীয় পাসপোর্ট জোগাড় করে। গত কয়েকদিন ধরে বিমানবন্দরের অভিবাসন দপ্তর এই জালচক্রের হদিশ পেতে একাধিক বাংলাদেশি যাত্রীর উপর নজর রাখা শুরু করেছে। এরপরই গ্রেফরতা করা হয় তিন বাংলাদেশিকে।