শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আলিপুর জেলের কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত মুসার পুলিশ হেফাজত

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

আলিপুর জেলের কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত মুসার পুলিশ হেফাজত হল। আইএস জঙ্গি সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।
সূত্রে খবর রবিবার মুসা স্লোগান দিতে দিতে গোবিন্দ চন্দ্র দে (৪৫) নামে এক ওয়ার্ডারের ঘাড়ে পাথর দিয়ে ধাক্কা মারে। আক্রান্ত ওয়ার্ডেনের চিকিৎসা চলছে। ঘটনার পরই জেলের নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ানো হয় জেল চত্বরে কারারক্ষীর সংখ্যা। শুধু তাই নয়, অভিযুক্ত মুসাকে কড়া নিরাপত্তায় জেলের বিশেষ সেলে নিয়ে যাওয়া হয়।
২০১৬ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আটক করা হয় মুসা (২৫)-কে। এরপর থেকেই আলিপুর কেন্দ্রীয় কারাগারের ১৩ নম্বর ব্লকের দুই নম্বর সেলে বন্দী রয়েছে মুসা। মুসা জানিয়েছে সেই থেকেই ওয়ার্ডারকে খুন করা তার ‘জেহাদ’-এরই একটা অঙ্গ। আলিপুর জেলে এই ঘটনার বিষয়ে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, তদন্ত চলছে। কারা দফতরের আধিকারিকের কাছে এনিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে।