প্রতারণার অভিযোগে মুকুল রায়ের এক ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ

মুকুল রায়ের এক ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ।প্রতারণার অভিযোগে ধরা হয়েছে শরদ সিংকে। বুধবার মধ্য কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করল গোয়েন্দা বিভাগ। ধৃতের বাড়িতে মুকুল রায়ের অফিস ছিল।
এর আগে মুকুল রায় দলত্যাগ করার পর টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ দেবাশিস দাসকে। আর্থিক কেলেঙ্কারি মামলায় বাগুইআটি থেকে ওই মুকুল ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিআইডি। স্থানীয় এক ব্যবসায়ীর দায়ের করা ভিত্তিতে দেবাশিসকে গ্রেফতার করা হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। তার আগে একই মামলায় পৃথ্বীশ দাশগুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।