অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে মুখর হলেন প্রধানমন্ত্রী

অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং আইনজীবী কপিল সিব্বলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে নির্বাচনী প্রচারে এসে বুধবার ধানধুকার এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘মুসলমান সম্প্রদায়ের পক্ষ নিয়ে কপিল সিব্বল লড়াই করছেন তা নিয়ে কোন বিরোধ নেই। কিন্তু কি করে আদালতকে তিনি বলতে পারেন যে আগামী নির্বাচন পর্যন্ত অযোধ্যার সমস্যার সমাধান স্থগিত রাখার। এটার সঙ্গে লোকসভা নির্বাচনের কি সম্পর্ক।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন কংগ্রেস রাম মন্দিরের সঙ্গে নির্বাচনের সংযোগ করতে চাইছে। তারা দেশ নিয়ে চিন্তিত নয়।’ পাশাপাশি তিনি সুন্নি ওয়াকফ বোর্ডের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কপিল সিব্বলের মন্তব্য থেকে নিজেদের সরিয়ে নেওয়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে আমি শুভেচ্ছা জানাই।