শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন মঞ্জুলা চেল্লুর

News Sundarban.com :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

সোমবার বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন বিচারপতি মঞ্জুলা চেল্লুর। কর্মজীবনে শেষদিনে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, ‘আমি সেরা সময়টা এখানে কাটিয়েছি। নতুন ও প্রবীণ নির্বিশেষে সবার থেকেই অনেক কিছু শিখেছি ।’ পাশাপাশি তিনি বোম্বে হাইকোর্টের মামলাকারী এবং আইনজীবী ধন্যবাদ দেন।
কর্মজীবনের শেষদিনেও দুটি অতিগুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেন তিনি। প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি ভি কে তাহিলরামানি। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নতুন বিচারকের নিয়োগ হওয়ার আগে পর্যন্ত বিচারপতি ভিকে তাহিলরামানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার সামলাবেন।
১৯৫৫ সালের কর্ণাটকের বেললারি জন্ম মঞ্জিলা চেল্লুরের। বেললারি আদালতে প্রথম মহিলা আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি।