না ফেরার দেশে চলে গেছেন বলিউড তারকা শশী কাপুর

অভিনয় জগতে কিংবদন্তী জনপ্রিয় বলিউড তারকা শশী কাপুর না ফেরার দেশে চলে গেছেন। সোমবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শশী কাপুর হিন্দি সিনেমার পাশাপাশি কিছু ইংরেজি ছবিতেও অভিনয় করেছেন। তিনি প্রায় পৌনে দুইশ ছবিতে অভিনয় করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। একই সঙ্গে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন এই শক্তিশালী অভিনেতা। ফলে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতেন শশী।
১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। শশী অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে। তার জন্ম ১৯৩৮ সালের ১৮ মার্চ। ষাট ও স্ত্তর দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় শশী কাপুরকে। অসামান্য অভিনয়ের জন্য ২০১১ সালে শশী কাপুরকে পদ্মভূষণ সম্মাননা দেওয়া হয়।
শশী কাপুর অভিনীত আলোচিত ছবিগুলো হলো-‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন।