দিল্লি টেস্টে ভারতের আধিপত্য ছাপিয়ে মুখ্য আলোচনায় রূপ নিয়েছে দূষণ সমস্যা

দিল্লি টেস্টে ভারতের আধিপত্য ছাপিয়ে মুখ্য আলোচনায় রূপ নিয়েছে দূষণ সমস্যা। দূষণের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এসময় দূষণ থেকে বাঁচতে শ্রীলঙ্কার খেলোয়াড়দের মাস্ক পরতে দেখা যায়।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দাবি, টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দলের এতজন খেলোয়াড়কে মাস্ক পরে খেলতে হয়েছে। অতিরিক্ত দূষণের ফলে শ্রীলঙ্কান খেলোয়াড়দের সমস্যা হওয়ায় প্রায় ২০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে।
খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর ফের শ্রীলঙ্কান খেলোয়াড়রা দূষণের কারণে আম্পায়ারের কাছে অভিযোগ জানান। এসময় শ্রীলঙ্কার দুই পেসার লাহিগু গামাগে ও সুরঙ্গা লাকমল প্যাভিলিয়নে ফিরে গেলে শ্রীলঙ্কা দল ফিল্ডিং সমস্যায় পড়ে।
দূষণ সমস্যায় বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি কোহলিও। বেশ বিরক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। শ্রীলঙ্কার প্রতিবাদের মুখে ৭ উইকেটে ৫৩৬ রান তোলার পর ইনিংস ঘোষণা করতে একপ্রকার বাধ্য হন কোহলি।