বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী নির্বাচিত হলেন মেহুবা মুফতি

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

জম্মু ও কাশ্মীরের শাসকদল পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী নির্বাচিত হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহুবা মুফতি। এই নিয়ে পরপর ছয়বার পিডিপির সভানেত্রী নির্বাচিত হলেন মেহুবা মুফতি। শনিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বাসভবনে মিলিত হন দলের নেতানেত্রীরা। সেখানেই আগামী তিন বছরের জন্য মেহুবা মুফতিকে দলের সভানেত্রী হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
নির্বাচিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট বার্তায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়ন, সামঞ্জস্যবিধান এবং সবাইকে নিয়ে নিরলসভাবে জম্মু ও কাশ্মীরের জন্য কাজ করে চলবে।’ মুফতি মহম্মদ সঈদের কন্যা আইনে স্নাতক বছর ৫৭ মেহুবা মুফতি ১৯৯৬ সালে কংগ্রেসে যোগ দেন। পরে কংগ্রেস থেকে বেরিয়ে মুফতি মহম্মদ সঈদের যখন পিডিপি দল গঠন করেন তখন বাবার তৈরি করা সেই দলে যোগ দেন মেহুবা মুফতি।