শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কেরল ও লাক্ষাদ্বীপ উপকূল থেকে উদ্ধার ৫৩১ জন মত্স্যজীবী

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

কেরল এবং লাক্ষাদ্বীপ উপকূলে আটকে পড়া ৫৩১ জন মত্স্যজীবীকে নিরাপদেই উদ্ধার করা সম্ভব হল। শনিবার এমনটাই জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। উদ্ধার হওয়া ৫৩১ জন মত্স্যজীবীর মধ্যে ৩৯৩ জন হলেন কেরলের বাসিন্দা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ৩৯৩ জনের মধ্যে ১৩২ জন মত্স্যজীবীর বাড়ি রাজধানী তিরুবনন্তপুরমে, ৬৬ জনের বাড়ি কোঝিকোড়ে, ৫৫ জনের বাড়ি কোল্লামে, ৪০ জন মত্স্যজীবী ত্রিশূর-এর বাসিন্দা এবং কন্যাকুমারীতে বাড়ি ১০০ জনের। প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেরল সরকার।গত দু’দিনের ঝড় ও প্রবল বৃষ্টির দাপটে কেরলে ৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, লাক্ষাদ্বীপের বাসিন্দা ১৩৮ জন মত্স্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।