বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলেজ ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল অধ্যাপকের বিরুদ্ধে

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

কলকাতার পর এবার বর্ধমান৷ পিতৃহীন এক ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল কলেজেরই অধ্যাপকের বিরুদ্ধে৷ ঘটনাটি বর্ধমানের হাটগোবিন্দপুরের ড. ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট কলেজে৷ সব মহল থেকেই অভিযুক্তর কঠোর শাস্তির দাবি উঠেছে৷ যদিও পুরোটাই ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন অভিযুক্ত অধ্যাপক৷
কলেজ সূত্রের খবর, কলেজের বোটানী বিভাগের তৃতীয়বর্ষের এক ছাত্রী বোটানীর বিভাগীয় প্রধান রাজনারায়ণ রায়ের বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন৷ ওই ছাত্রীর অভিযোগ, ‘‘প্র্যাকটিক্যাল করানোর নাম করে ল্যাবে নিয়ে গিয়ে নানাভাবে লাগাতার কুপ্রস্তাব দেন বিভাগীয় প্রধান৷ বাধ্য হয়ে কলেজ যাওয়া বন্ধ করলে ফোন ও হোয়াটসঅ্যাপ-র মাধ্যমে হুমকির সুরে কুপ্রস্তাব দিতে শুরু করেন। বিষয়টি লিখিতভাবে কলেজের অধ্যক্ষ ও ছাত্র সংসদকে জানালেও কেউই কোনও পদক্ষেপ গ্রহণ করেননি৷ ফলে কলেজ যেতে পারছি না৷’’