চেয়ারম্যান মনোজ উপাধ্যায়কে খুনে ব্যবহৃত বন্দুক ও স্কুটি উদ্ধার

ভদ্রেশ্বরের চেয়ারম্যান মনোজ উপাধ্যায়কে খুনে ব্যবহৃত বন্দুক ও স্কুটি উদ্ধার করল পুলিশ। মোট ছ’টি বন্দুক ও ১১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে দুটি স্কুটি। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার। তিনি বলেন, “ধৃত আটজনকে জেরা করে আমরা নোয়াপাড়া এলাকার একটি কলাবাগানের পাশ থেকে বন্দুকগুলি উদ্ধার করি। সেগুলি মাটির তলায় চাপা দেওয়া ছিল। সেখানে পাওয়া গেছে একটা ৭ এমএম অটোমেটিক পিস্তল। পাঁচটি সিঙ্গল শর্টার ও ১১টি কার্তুজ।”তিনি আরও বলেন, “খুনের সময় দুটি বাইক ব্যবহার করা হয়েছিল। আমরা সিঙ্গুরের বিদ্যুৎপল্লি এলাকার একটি বাড়ি থেকে দুটি স্কুটি উদ্ধার করি। তবে যার বাড়ি তার এই খুনের সঙ্গে জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।”
কীভাবে খুন করা হয়েছিল মনোজবাবুকে ? পুলিশ কমিশনার বলেন, “খুনের আগে বেশ কয়েকদিন মনোজবাবুর গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। তিনি প্রতিদিন কোন সময় যান বা তাঁর সঙ্গে কে কে থাকেন সব দেখা হয়েছিল। পুরো প্রস্তুতি নিয়েই এই খুন।”