শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’

News Sundarban.com :
ডিসেম্বর ২, ২০১৭
news-image

প্রথমবারের মতো ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘আমাজন অভিযান’। ছবিটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

শুক্রবার সকাল ১১টায় বাংলা ছাড়াও হিন্দি, ওডিয়া, তামিল, তেলুগু, ইংরাজি ভাষায় মুক্তি পায় ‘আমাজন অভিযান’ এর ট্রেলার।

অনেকেই বলছেন, বাংলা ছবির ইতিহাসে এটা নতুন ইতিহাস তৈরি করল। এর আগে মোট ছয়টি ভাষায় মুক্তি পেয়ে রেকর্ড গড়ে রাজামৌলির ‘বাহুবলী’। ‘দঙ্গল’ মুক্তি পেয়েছিল ৪টি ভাষায়। তবে বাংলা ছবির ইতিহাসে এটাই প্রথম।

জি-নিউজের খবরে বলা হয়, ২০১৩ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়াল এটি। বিভূতিভূষণ গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় ‘শঙ্কর’ দেব এর অভিযানের ট্রেলার পরতে পরতে রোমাঞ্চ জাগাচ্ছে। যা দেখে উচ্ছ্বাসিত টুইটার। ট্রেলার দেখে প্রশংসা করেনে বাংলা সিনেমা জগতের কলাকুশলীরাও।