ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপি-র

ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছে বিজেপি। কিল্লায় এক বিজেপি কর্মীকে গুলি করে খুন করার পর দলীয় নেতৃত্ব রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে দ্রুত রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে আর্জি জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে এ নিয়ে বিজেপি প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা হয়। রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বিজেপি-র প্রতিনিধি দলের বক্তব্য শুনেন।
শুক্রবার এ তথ্য দিয়ে বিজেপি-র প্রবীণ নেতা জিষ্ণু দেববর্মা বলেন, “সিপিআইএম রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। শাসকদল বুঝতে পেরে গেছে ত্রিপুরার তাদের ভিত দুর্বল হয়ে গেছে। মানুষ কোনও অবস্থাতেই আর বামশাসন চাইছেন না। এমতাবস্থায় খুন, সন্ত্রাস চালিয়ে জনগণকে ভিত-সন্ত্রস্ত করার প্রয়াস করছে সিপিআইএম। আর এ সব ঘটনার পিছনে মুখ্যমন্ত্রীর কলঙ্কজনক ভূমিকাও রয়েছে।”