কলেজে তালেবান বন্দুকধারীদের হামলায় নিহত ৯

পাকিস্তানের পেশোয়ারের একটি কলেজে তালেবান বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে পেশোয়ারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
সেনাবাহিনী জানায়, বোরকা পরা তিন হামলাকারী প্রতিষ্ঠানটিতে প্রবেশের পর তাণ্ডব চালায়। সেনা ও পুলিশ বাহিনীর দুই ঘণ্টার যৌথ অভিযানে হামলাকারীরা নিহত হয়।
এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিষ্ঠানটি শুক্রবার বন্ধ ছিল।
পেশোয়ার পুলিশ প্রধান তাহির খান বলেন, বোরকা পরা বন্দুকধারীরা একটি অটোরিকশায় চড়ে কলেজের সামনে আসে এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে ক্যাম্পাসে প্রবেশ করে।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিল ১৩৪ শিক্ষার্থী।