শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্রে মানচিত্রে বাদ পাক অধিকৃত কাশ্মীর থেকে অরুণাচল

News Sundarban.com :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

মাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্রে মানচিত্র বিভ্রাট । অভিযোগ, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বিলি করা প্রশ্নপত্রে মানচিত্রে বাদ পাক অধিকৃত কাশ্মীর থেকে অরুণাচল । এবিষয়ে তৃণমূল শিক্ষক সংগঠনের দিকে আঙুল তুলেছে বিজেপি । তদন্তের দাবিতে কেন্দ্রেরও দ্বারস্থ হচ্ছে তারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্র বিভ্রান্তির মধ্যেই ম্যাপ বিতর্কে তৃণমূল কংগ্রেসকে একহাত নিল রাজ্য বিজেপি ৷ দলের টিচার্স সেলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সমর্থিত সেকেন্ডারি টিচার্স ফোরামকে ক্ষমা চাইতে বলা হয়েছে ৷ তারা যদি সাংবাদিক বৈঠক করে ক্ষমা না চান, তাহলে বিজেপি এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনে যাবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ প্রশ্নপত্রের মানচিত্রে বাদ পড়েছে পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন, অরুণাচল প্রদেশ । রয়েছে মধ্য শিক্ষা পর্যদের জলছাপও । মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এমনই ম্যাপ বিলি হয়েছে বলে অভিযোগ উঠেছে । বিজেপি নেতা রাজু মুখোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনই এমন প্রশ্নপত্র তৈরি করেছে ।