এলাকায় অজানা লোকজনকে ঢুকতে দেবেন না, সতর্ক থাকুনঃমুখ্যমন্ত্রী

দিন কয়েক আগেই দুই আল কায়দা জঙ্গি তনভির ও রিয়াজুলকে পাকড়াও করেছিল কলকাতা পুলিসের এসটিএফ। সেই সূত্র ধরে আরও বেশ কয়েকজনের খোঁজ মিলেছে। জেরায় উঠে আসছে নানা তথ্য। ইতিমধ্যেই মনোতোষ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এসটিএফ-এর জালে ধরা পড়ে আল কায়দা মডিউলের আরও এক জঙ্গি মাহি। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার এনিয়ে মুখ খুললেন তিনি।
গোসাবায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এলাকায় অজানা লোকজনকে ঢুকতে দেবেন না। সতর্ক থাকুন। জঙ্গিরা টাকার গদি নিয়ে বসে আছে।” এর পাশাপাশি এদিন বিরোধীদেরও একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কেন্দ্রেই হোক বা রাজ্যে, বিজেপি হোক বা কংগ্রেস, কেউই গরিবদের জন্য কিছু করেনি।” -২৪ ঘণ্টা