বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্য সরকার এবার স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাবে ডিম উৎপাদনে

News Sundarban.com :
নভেম্বর ৩০, ২০১৭
news-image

ডিম উৎপাদনে এবার স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাবে রাজ্য সরকার৷৭ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানো হবে৷ প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে আড়াইশোটি মুরগির ছানা দেওয়া হবে বলে জানালেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের সচিব৷ রাজ্যে দৈনন্দিন যে পরিমান ডিমের চাহিদা থাকে তার বেশিরভাগটাই ভিনরাজ্য থেকে আমদানি করতে হয়। রাজ্যে যে পরিমান ডিমের জোগান রয়েছে তা চাহিদার তুলনায় অনেকটাই কম। তাই এবার জোগান ও চাহিদার ফারাক কমাতে রাজ্য সরকারই শুরু করছে বাণিজ্যিক উত্‍পাদন। কল্যাণী ও বাঁকুড়ার বড়জোড়াতে মুরগির খামার তৈরি করতে ষাট কোটি টাকা বিনিয়োগ করছে প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন নিগম। ওই দু’টি খামার থেকে প্রতিদিন সাড়ে পাঁচ লক্ষ করে ডিম পাওয়া যাবে। এর জন্য অন্ধ্রপ্রদেশ থেকে বিশেষ প্রজাতির ৬ লক্ষ মুরগির বাচ্চা আনা হবে বলে জানা গিয়েছে।