এক মাস সময়সীমা বাড়ল হিমঘরে আলু রাখার

হিমঘরে আলু রাখার সময়সীমা এক মাস বাড়াল রাজ্য সরকার৷ এদিনই শেষ হচ্ছিল ওই সময়সীমা৷ সময় বৃদ্ধি করে করা হল ৩১ ডিসেম্বর পর্যন্ত৷ হিমঘর মালিকদের সঙ্গে কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্তর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
গত বছরেও হিমঘরে আলু রাখার শেষ সময়সীমা ছিল ৩০ নভেম্বর। হিমঘর ৩০ নভেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত ফাঁকা রাখার কথা ছিল। কিন্তু, নোট বাতিলের জেরে সেই সময়সীমা ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আলু রাখার সময়সীমা দু’সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও প্রায় তিনশো টন আলু রয়ে যায় রাজ্যের বিভিন্ন হিমঘরে। পাঁচশো আর হাজার টাকার নোট বাতিলের ঝঞ্ঝাটে সেই আলু বার করতে আর হিমঘরমুখো হচ্ছিলেন না ব্যবসায়ীরা। বেগতিক দেখে মজুত আলু এখন নিলামে বিক্রি করেন হিমঘর-মালিকেরা। আলুর নিলাম নিয়ে বর্ধমান ও হুগলিতে শুরু হয় মাইকে প্রচারও।